প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০১৯ , ৬:০৯:২৯ অনলাইন সংস্করণ
শফিকুল ইসলাম স্বাধীন, নিজস্ব প্রতিনিধি।।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুইদিন ব্যাপী ২৩/২৪ই ডিসেম্বর ট্যাকেরঘাট, লাকমা, পুটিয়া, লালঘাট,বাশতলা, চারাঘাও কলাগাও বাগলী বীরেন্দ্র নগর, রঙ্গাছড়া, ইন্দ্রপুর,, মাটিকাটা,বিন্দাবন,লেদারবন,পুরানখালাশ,সাধেরখলা,হলহললিয়া,হাফানিয়া,আমতলী,পুরানঘাট ও এসব এলাকর প্রায় ২০ টি গ্রামে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে পায়ে হেটে গ্রামে গ্রামে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন,আরসিএ সামাজিক একটি ছাত্র সংগঠন।
আরসিএ সংগঠনের সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ সহযোগিতায় শীতে কাঁপছে’ হত-দরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণে সময় উপস্থিত ছিল উপদেষ্টা সজিব আহমেদ সজল,পণয় কুমার পাল সভাপতি লিপটন পাল, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া,সহ সভাপতি ফকর উদ্দিন,সাংগঠনিক সম্পাদক নজির হোসেন, অর্থ সম্পাদক আমির ও সদস্য বৃন্দ।
সামাজিক ছাত্র সংগঠন আর,সি,এ সভাপতি-সম্পাদক সবার কাছে দোয়া চান এবং বলেন।
দোয়া করবেন আরসিএ পরিবারের সবাই কে সুস্থ ও সুন্দর রাখেন এবং অসহায় মানুষের পাশে সব সময় দাড়াতে পারে যেন।