প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০১৯ , ২:২২:৫৩ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুলেমানপুর বাজারে প্রতিনিয়ত সরকারী গাছ কতর্বন করে নিয়ে যাচ্ছে দক্ষিন শ্রীপুর ইউনিয়নের সাবেক ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ও বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবুল মেম্বার নামে ঐ ব্যাক্তিটি। এ ঘটনায় কয়েকদিন ধরে এলাকায় সাধারন মানুষজনের মধ্যে গুজ্ঞন শুরু হয়েছে ।
জানাযায় সরকার দলীয় লেবাসে ঐ লোকটি ক্ষমতার অপব্যাবহার করে প্রশাসনের লোকজনের চোখের সামনে নিয়ে যাচ্ছে গাছগুলো কেটে। ফলে একদিকে যেমন নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য অন্যদিকে লাভবান হচ্ছে সেই মোনাফালোভী মেম্বার হাবুল মিয়া। এ নিয়ে তার বিরুদ্ধে প্রিন্ট মিডিয়ায় একাধিকবার চাঁদাবাজির সংবাদ প্রকাশিত হলেও তার বিরুদ্ধে প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় সে এখন প্রকাশ্যে দিরালোকে কেটে নিয়ে যাচ্ছে সরকারের লক্ষ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছগুলো।
জানাযায় গত ১৫ ডিসেম্বর রাতে সুলেমানপুর বাজার সংলগ্ন রাস্তার পাশে দুটি সরকারী গাছ কেটে শিখরসহ উপরে তুলে নিয়ে যায় হাবুল মেম্বার ও তার লোকজন। তার ভয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান বেশ কয়েকদিন আগে আরো সরকারী ৫টি গাছ কেটে নিয়ে যায় সে। এলাকাবাসীর অভিযোগ এই মেম্বার যেভাবে সরকারী গাছ কাটার মহোৎসবে যেভাবে মেতে উঠেছে তা যদি বন্ধ করা না হয় তাহলে এলাকায় পরিবেশ বিপর্যয়ের আশংঙ্কা স্থানীয়দের। কেউ যদি তার বিরুদ্ধে মুখ খুললে তাদের উপর হামলা ও মামলার ঘটনার শংঙ্কা ও প্রকাশ করেছেন অনেকেই।
এ ব্যাপারে অভিযুক্ত হাবুল মেম্বারের সাথে মোবাইল ফোনে সরকারী গাছ প্রতিনিয়ত কেটে নেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি জানান আমি কোন সরকারী গাছ কাটিনিতবে দুটি গাছ আমার সীমানার মধ্যে পড়ে যাওয়ায় পুরোনো দুটি গাছের শিখর সহ তুলে নিয়ে গেছি এতে এমন কি অপরাধ হয়েছে বলে জানান।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নিবার্হী অফিসার বিজেন ব্যানাজর্ী জানান, প্রশাসনের অনুমতি ছাড়া যে কেহ সরকারী গাছ কেটে নিতে পারে না। যদি এমন অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।