প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০১৯ , ১:০২:৩০ অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।।বুদ্ধিজীবী দিবসে ঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অদ্য শনিবার প্রেসক্লাব চত্তরে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা: সাদেক কুরাইশী এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা
প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মো: মনিরুজ্জামান , জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, বেসরকারী সংস্থা ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. শহিদুজ্জামান, প্রেসক্লাব
সভাপতি মনসুর আলী, সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু সহ জেলার গণ্যমান্য ব্যাক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ।