প্রতিনিধি ২ ডিসেম্বর ২০১৯ , ১২:২৯:৩৪ অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।। ঠাকুরগাঁওয়ে সিলগালা করার এক সপ্তাহের মধ্যেই স্মল ট্রেডার্স কো-অপারেটিভ (এসটিসি) ব্যাংক খুলে দিল সমবায় অফিস।
রবিবার বিকেলে উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম নিচে উপস্থিত থেকে এসটিসি শাখার সিলগালা খুলে দেয়।
স্মল ট্রেডার্স কো-অপারেটিভ (এসটিসি) ব্যাংকেব শাখা ব্যবস্থাপক মাজহারুল ইসলাম জানান, ১৯৭৬ সালে সমবায় অধিদপ্তের নিবন্ধন নিয়ে নারায়নগঞ্জ জেলায় সংস্থাটি কার্যক্রম শুরু করে। পরবর্তীতে সুপ্রিম
কোর্টের আদেশ বলে ২০১২ সালে সারাদেশে তাদের কার্যক্রম শুরু করে।
সর্বশেষ ১১ নভেম্বর সুপ্রিম কোর্ট আরেক আদেশে আগামী এক বছরের জন্য সারাদেশে কার্যক্রম পরিচালনার মেয়াদ বাড়িয়ে দেয়। এ দিকে সমবায় সমিতির নিবন্ধন নিয়ে ব্যাংক নামধারী কোন প্রতিষ্ঠান চলতে পারে না
মর্মে ২৬ নভেম্বর উপজেলা সমবায় অফিস উপজেলা প্রশাসনের সহযোগিতায় সিলগালা করে দেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের কাছে সিলগালা খোলার বিষয়টি জানতে চাইলে সত্যতা স্বীকার করেন।