প্রতিনিধি ২ ডিসেম্বর ২০১৯ , ১২:৩৩:৫৫ অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।।ঠাকুরগাঁওয়ে পিছিয়েপড়া ও সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা নিশ্চিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
আর ডি আর এস বাংলাদেশ ও ওয়াটার ওআরজি’এর সহযোগীতায় গতকাল
সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন সম্মেলনকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
আর ডি আর এস রংপুর ডিভিশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরুন চন্দ্র কীর্তনীয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক^) নুর কূতুবুল আলম। এ সময় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, জেলা
শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন, সহকারী পরিদর্শক নাহিদ হোসাইন প্রমুখ।
সভায় গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নিজ নিজ বাড়িতে নিরাপদ পানি এবং স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যাবহার এবং এ সংক্রান্ত ঋণ সহায়তা ও বর্জ্য
ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়