প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০১৯ , ১০:৪৩:১৮ অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।। প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় মানবাধিকার কর্মী ও স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানসমুহকে শক্তিশালীকরন বিষয়ক প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নেট্জ বাংলাদেশের সহযোগীতায় ও মানব কল্যাণ পরিষদ (এমকেপি)’র আয়োজনে অদ্য মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সংস্থার সমন্বয়কারী সাদেকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা মোশারফ হোসেন। এ সময় সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কর্মশালা
পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা রাশেদুল আলম লিটন। উল্লেখ্য, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় এবং তাদের জীবনমান
উন্নয়নে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ৪টি উপজেলায় ২৪টি ইউনিয়নে এ
প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।