• সভা/সেমিনার

    ঠাকুরগাঁওয়ে আ’লীগের সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন

      প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০১৯ , ১০:৫৬:৩৫ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার:- জেলা আ’লীগের আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    অদ্য বুধবার দুপুরে শহরের চৌরাস্তা সংলগ্ন জেলা আ’লীগ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আ’লীগের আয়োজনে সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ:
    সাদেক কুরাইশীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.
    অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।
    সম্মেলনে জানানো হয়, আগামী ৬ ডিসেম্বর জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে বিকাল ৩ টায় জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
    হবে। ইতিমধ্যে সম্মেলন অনুষ্ঠান সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা আ’লীগ। ওই দিন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও
    ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন সম্মেলনের উদ্বোধন করবেন এবং বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

    আরও খবর

    Sponsered content