প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০১৯ , ১১:৪৮:০৩ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান,ঠাকুরগাঁও।। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী গ্রামে
মহান বিজয় দিবস উপলক্ষে শুরু হয়েছে বিজয় মেলা। আর এই মেলায় চলছে রাতভর অশীল নৃত্য ও যাত্রাপালা। এসব প্রদর্শনীতে দর্শক সারিতে ভিড় করছে স্কুল-কলেজ পড়য়া শিক্ষার্থীরা ও এলাকার যুব সমাজ অথচো বালিয়াডাঙ্গী থানা পুলিশ এ ব্যাপারে অবগতই নন।
স্থানীয়দের অভিযোগ, ১৬ দিন ধরে বিজয় মেলার নামে সন্ধ্যার পর চলছে অশীল নৃত্য আর বিকট গানের শব্দ। এ শব্দে একদিকে যেমন এসএসসি পরীক্ষর্থীরা পড়াশুনা করতে পারছে না, অন্যদিকে প্রদর্শীত অশীল নৃত্য ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কিশোর-যুব সমাজকে। ফলে চরম বিপাকে পড়েছে আগামী
ফেব্রুয়ারী মাসের ০১ তারিখে অনুষ্ঠিতব্য এসএসসি’র পরীক্ষার্থীরা। বালিয়াডাঙ্গী থানা পুলিশকে মোটা টাকা উৎকোচ দিয়েই মেলা কমিটি
এ মেলা পরিচালনা করছে বলেও অভিযোগ স্থানীয়দের।
হরিণমারী গ্রামের এসএসসি পরীক্ষার্থী শিমুল বলেন, মেলার মাইকের বিকট শব্দের কারণে পড়াশুনা করা করা যাচ্ছে না তাই বালিয়াডাঙ্গীতে ছাত্রাবাসে