প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০১৯ , ১১:৪৮:৫০ অনলাইন সংস্করণ
ছবিঃ নিহত সুমনা হক
ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।।ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী সুমনাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নতুন করে ৩ জনকে গ্রেফতার করেছে
পুলিশ। তাদের গ্রেফতার করার পর ব্যাপক জিজ্ঞাসাবাদের পর গতকাল সোমবার
তাদের জেলহাজতে প্রেরন করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হত্যকারী রিয়াজের পিতা ইয়াসিন হাবিব কনক, মাতা রুকসানা বেগম ও নানা অকছেদ আলী (৬০)। পুলিশ জানায়, রিয়াজের পিতা-মাতাকে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী রিয়াজের নানা সদর উপজেলার বোচাপুকুর পোকাতি গ্রামের
পেয়ার আলীর ছেলে অকছেদ আলীকেও গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় ৪
জনকে গ্রেফতার করলো পুলিশ।
সুমনা হত্যার ঘটনায় হত্যাকারী রিয়াজ আহম্মেদ কাননের দ্রæত বিচারের
দাবিতে সরকারি বালক-বালিকা উচ্চ বিদ্যালয়, সেই সাথে সুমনার সহপাঠি ও শহরের বেশ কয়েকটি বিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচী চলমান রয়েছে। ইতিমধ্যে তারা জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম ও পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোশফেকুর রহমান জনান, রিয়াজের
পিতা-মাতা ও নানা জিজ্ঞাসাবাদে গুরুত্বপুর্ন তথ্য প্রদান করে। পরবর্তিতে রিমান্ডের মাধ্যমে তাদের জিজ্ঞাসাবাদ করার পর হত্যাকান্ডের মটিভ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সুমনা প্রতিবেশী রিয়াজের বাড়িতে যায়। এর পর ৪ দিন নিখোজ থাকার পর গত বৃহস্পতিবার রাতে রিয়াজের বাড়িতে মাটি খুড়ে সুমনার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ রিয়াজকে গ্রেফতার
করে জিজ্ঞাসাবাদের পর অন্যান্যদের গ্রেফতার করে।