• সুনামগঞ্জ

    জামালগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষ ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ কর্মশালা শুরু

      প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০১৯ , ৯:০১:৫৮ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বাংলদেশের প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষ প্রকল্পের আওতায় সুনামগঞ্জের জামালগঞ্জে ৩দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
    বৃহস্পতিবার বিকেলে জামালগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তে এ কর্মশালা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জামালগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার প্রিয়াংঙ্কা পালের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ফয়সাল কবীরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সুচিত্রা রায়।
    এ সময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার শাহিনুর আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সুচিত্রা রায় বলেন দেশের প্রান্তি জনগোষ্ঠিকে সাবলস্বী করে গড়ে তুলতে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ে কাজ করে যাচ্ছে। এই সরকারের আমলে কোন নারী কিংবা পূরুষ বেকার না থেকে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে জীবন জীবিকা নিবার্হ করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।

    আরও খবর

    Sponsered content