প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০১৯ , ১০:১৩:৪২ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ জামালগঞ্জ উপজেলার ৩৯ নং গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সুহেল রানা । গত ১৫ ডিসেম্বর ২০১৯ তারিখে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) বরাবরে অভিযোগে সুহেল রানা উল্লেখ করেন ২০১৮-২০১৯ অর্থ বছরে প্রাথমিক শিক্ষার উন্নয়নে পিইডিপি-৪ এর আওতায় স্লিপ বাবদ ৭০ হাজার, শিখন সামগ্রী ক্রয় বাবদ ১০ হাজার টাকা ও এডুকেশন ইন ইমার্জেন্সির ৫ হাজার সহ মোট টাকার বিদ্যালয়ের হিসাব নম্বর থেকে প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী উন্নয়নের নামে ৩ মাস পূর্বে ৭৩ হাজার টাকা উত্তোলন করে ,কোন কাজ না করিয়া আত্মসাত করিয়াছেন মর্মে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী বলেন, আমি মালামাল ক্রয় করতেছি এই অভিযোগ সঠিক নয় । উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উদ্দিন বলেন, অভিযোগটি সুনামগঞ্জ করেছে ,আমি শুনেছি। প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী উপকরণ ক্রয় করেছে কিনা আমি জানি না তবে এ বিষয়ে খুঁজ নেব।