• কৃষি সংবাদ

    জগন্নাথপুরে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু, ক্রেতাদের দীর্ঘ লাইন

      প্রতিনিধি ১ ডিসেম্বর ২০১৯ , ২:৩৮:৪৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ টিসিবির ডিলার কর্তৃক বিক্রিকৃত ৪৫ টাকায় এক কেজি পেঁয়াজ ক্রয়ের জন্য জগন্নাথপুরে ঢল নেমেছিল ক্রেতাদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রয় করেছেন ক্রেতারা।

    ১লা ডিসেম্বর রোজ রোববার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনিক ভবনের সামনে টিসিবির ডিলার পলাশ ট্রেডার্স ৪৫ টাকা মূল্যে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করেছে ট্রাকে করেছে।জগন্নাথপুর উপজেলা প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘ লম্বা দুই লাইনে দাড়িয়ে টিসিবির পেঁয়াজ কিনেছেন ক্রেতারা।
    সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে মানুষের ঢল নামে ৪৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ কেনার জন্য। ডিলার ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করছেন। প্রথম দিকে পেঁয়াজ ক্রয়ের জন্য কাড়াকাড়ি শুরু হয়। ক্রেতারদের সামাল দিতে পুলিশকে হিমসিম খেতে হয়। তবে কিছুক্ষণ পর পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ন পরিবেশে পেঁয়াজ কিনে বাড়ি ফিরেছেন ক্রেতারা। টিসিবির পেঁয়াজ কিনতে আসা সুজেল মিয়া জানান, বাজারে ১৮০ টাকা থেকে ২০০ টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সরকারিভাবে টিসিবির পেঁয়াজ কম দামে বিক্রি হবে শুনে এসে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থেকে অবশেষে এক কেজি পেঁয়াজ কিনেছি। কষ্ট হলেও ৪৫ টাকায় পেঁয়াজ কিনতে পেরে ভালো লাগছে।
    সালেহ আহমদ নামে আরেকজন ক্রেতা জানান, বাজারে পেঁয়াজের ঝাঁজে আমরা অসহায় হয়ে পড়েছি। টিসিবির পেঁয়াজ কম দামে কিনেছি। এজন্য খুশি লাগছে। তিনি জানান, আমাদের মতো সাধারণ মানুষের দাবি টিসিবির পেঁয়াজ বিক্রি দীর্ঘ মেয়াদি করা হোক। এতে মানুষ উপকৃত হবে।
    টিসিবির ডিলার ধনেষ রায় জানান, আজ থেকে জগন্নাথপুরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আমরা তিন দিনের জন্য তিন টন পেঁয়াজ বরাদ্দ পেয়েছি। আজকে এক টন পেঁয়াজ বিক্রি হয়েছে। কাল সোমবার রানীগঞ্জ বাজারে এক টন এবং আগামী মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা সদরে আরো এক টন পেঁয়াজ বিক্রি করা হবে। তিনি বলেন, পেঁয়াজের বাজার এখনো অস্থিতিশীল। টিসিবির পেঁয়াজের চাহিদা মানুষের খুবই বেশি।
    জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম বলেন, মানুষ শান্তিপূর্ণ পরিবেশে টিসিবির পেঁয়াজ কিনেছেন। টিসিবির পেঁয়াজ আরো বরাদ্দ বাড়ানোর জন্য আমরা চেষ্ঠা করব।

    আরও খবর

    Sponsered content