• গ্রেফতার/আটক

    জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফুল মিয়া গ্রেপ্তার

      প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০১৯ , ১০:৪৮:২৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফুল মিয়া (৪৫) কে দিরাই থেকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

    পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই শাহীন চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ গতকাল ১১ ই ডিসেম্বর বিকালে দিরাই উপজেলার নাচনী হাওর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আদালত কর্তৃক দুই বছর ছয় মাস এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার চিলাউড়া – হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ইসমাইল চক গ্রাম নিবাসী মৃত মোঃ রাশিদ উল্লাহর ছেলে মোঃ ফুল মিয়া(৪৫) কে গ্রেপ্তার করেন। সে দীর্ঘ দিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিল।
    গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই মোঃ শাহীন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত আসামী ফুল মিয়া(৪৫)কে ১২ ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content