প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০১৯ , ১:৫১:১৮ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ইউএনও মাসুম।
ঘন কুয়াশা আর কনকনে শীতের রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরপাড়সহ বিভিন্ন এলাকার শীর্তাতদের মধ্যে
বিগত ২১ শে ডিসেম্বর রোজ শনিবার সন্ধা থেকে মধ্যরাত পর্যন্ত জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম এর নেতৃত্বে উপজেলার নলুয়া হাওরপারের সমধন, হবিবনগর, বাজার এলাকার ছিন্নমূল শীতার্ত শতাধিক ব্যক্তির মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম বলেন, বাড়ি বাড়ি গিয়ে অসহায়, দু:স্থ মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করি আমরা।প্রতিদিনই এই কার্যক্রম চলছে। আজকেও বিতরণ করা হবে।