• খেলাধুলা

    জগন্নাথপুরে শহীদ আকবর সুলতান স্মৃতি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

      প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০১৯ , ১:৩৪:৪৬ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে বালিকান্দী ছাত্র ও সমাজ কল্যান পরিষদ এর উদ্যোগে শহীদ আকবর সুলতান স্মৃতি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সামাজিক সংগঠন বালিকান্দী ছাত্র ও সমাজ কল্যান পরিষদ এর আয়োজনে ও বেঙ্গল টাইগার্স ক্রিকেট ক্লাব -বালিকান্দী এর সার্বিক তত্বাবধানে এবং বালিকান্দী ছাত্র ও সমাজ কল্যান পরিষদ এর উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোঃ শাহরিয়ার আহমদ জিতু ও দৃক নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক বালিকান্দী ছাত্র ও সমাজ কল্যান পরিষদ এর সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ আবু সাদেক রনির অর্থায়নে সিলেট সরকারি এমসি কলেজ শাখা বাংলাদেশ আওয়ামী ছাত্র লীগের সহ-সভাপতি প্রয়াত ” শহীদ আকবর সুলতান স্মৃতি টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট আজট শনিবার বিকাল ৩ ঘটিকার দিকে উপজেলার ১২ নং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া।
    পরে বেঙ্গল টাইগার্স ক্রিকেট ক্লাব – বালিকান্দীর সভাপতি জগন্নাথপুরের কৃতি ফুটবলার মোঃ দিলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও বালিকান্দী ছাত্র ও সমাজ কল্যান পরিষদ এর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জামাল হোসাইন এর পরিচালনায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ কুতুবউদ্দিন, সুনামগঞ্জ জেলা শাখা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ আলাল হোসেন রানা, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কলমদর আলী ও জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মোঃ সোহিন আহমদ দুধু প্রমূখ।
    এ সময় উপস্থিত ছিলেন, বালিকান্দী গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ ইসলাম উদ্দীন, মোঃ নুরুজ্জামান, বালিকান্দী ছাত্র ও সমাজ কল্যান পরিষদ এর সহ-সভাপতি মোঃ রিপন মিয়া, মোঃ ইকবাল হোসেন, কৃতি ফুটবলার মোঃ শাহজামাল, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সদস্য মোঃ শাহ আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আনোয়ার হোসেন শিপু, জগন্নাথপুর উপজেলা ছাত্র লীগের ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুবায়ের আহমেদ, জগন্নাথপুর ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মোঃ হাসান আদিল, ক্রিকেটার রিয়াদুল হক রকি,তপু,জান্নাতুল নাঈম, হাবিব, রাহিম,আমিন শুভ, মারজান, রাহিম,আমিন, সোলেমান, তাওহীদ, নাবিল,ইমদাদ ও সায়েক সহ ক্রিকেট প্রেমী খেলোয়াড় ও দর্শক বৃন্দ।
    উদ্বোধনী খেলায় জাউয়া লায়েক স্পোর্টিং ক্লাব জগন্নাথপুর যুগান্তর স্পোর্টিং ক্লাবকে ৫৩ রানে হারিয়ে বিজয়ী হয়েছে।
    আয়োজনকরা জানিয়েছেন টুর্নামেন্টে মোট ২৪ দল অংশ গ্রহণ করেছে।

    আরও খবর

    Sponsered content