• আইন আদালত/সাজা

    জগন্নাথপুরে পাখি শিকার করায় “ছানু মিয়া” জেল হাজতে

      প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০১৯ , ৩:২৬:০১ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ  জগন্নাথপুরে পাখি শিকার করে বিক্রি করায় ছানু মিয়া (৩০) নামের এক শিকারী ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রাম নিবাসী মৃত ছানাই মিয়ার ছেলে পাখি শিকারী মোঃ ছানু মিয়া অবৈধ ভাবে বিভিন্ন প্রজাতির ১৫ টি অতিথি পাখি শিকার করে ৩০ শে ডিসেম্বর রোজ সোমবার জগন্নাথপুর পৌর শহরে বিক্রি করতে আসে। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে ১৫টি অতিথি পাখি সহ তাকে গ্রেফতার করেন। এবং নিজ কার্যালয়ে নিয়ে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচার অনুযায়ী তাকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন । দন্ডপ্রাপ্ত পাখি শিকারী মোঃ ছানু মিয়াকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
    এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম বলেন, অতিথি পাখি ধরা ও বিক্রি করা অন্যায়।পাখিগুলো উপজেলা পরিষদ পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content