প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০১৯ , ৭:০৫:২২ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যােগে নদ-নদী.খাল,ছড়া সহ সরকারি জলধার তীরবর্তী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত কর্মসূচীর আওতায় জেলা প্রশাসক সুনামগঞ্জ মহোদয়ের নির্দেশনা মোতাবেক নদী রক্ষায় সারাদেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় ২৩ শে ডিসেম্বর রোজ সোমবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম এর নেতৃত্বে উপজেলা সদরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে নলজুর নদীর ওপর নির্মিত সেতুর পশ্চিম অংশের সেতুর মুখে থেকে একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে ওই স্থাপনার মালিক জানিয়েছেন তাঁরা সরকারিভাবে লিজ নিয়ে স্থাপনা করা তৈরী করেছেন। এদিকে সেতুর পূর্বপাড়ে সেতুর মুখে অবৈধভাবে আরেকটি স্থাপনা থাকলেও উচ্ছেদ করা হয়নি। তবে অভিযানকালে চিহিৃত করা হয়েছে অসংখ্যা স্থাপনা। অচিরেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে স্থানীয় প্রশাসন সুত্রে জানা গেছে।
এদিকে অভিযানের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্ব উপজেলা সদরের পৌরশহরে দখলমুক্ত সংক্রান্তে র্যালী অনুষ্ঠিতে হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর আলম মাসুম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত কর্মসুচির আওতায় সারাদেশের ন্যায় জেলা প্রশাসনের নির্দেশে নদ-নদী রক্ষায় অভিযান শুরু করেছি। এধরনের অভিযান অব্যাহত থাকবে।