প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০১৯ , ৬:৫০:১৪ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ইফার ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা’ কার্যক্রমের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামিক ফাউণ্ডেশন ইফা এর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে ২১শে ডিসেম্বর রোজ শনিবার সকাল ৯ ঘটিকায় উপজেলা সদর জামে মসজিদে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কার্যালয়ের মাস্টার টেইনার জনাব মাওলানা মোঃ আশরাফ উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সুপারভাইজার সোহেল মাহমুদ, উপজেলা মডেল কেয়ারটেকার হাফিজ মোঃ মুহিবুর রহমান, মডেল কেয়ারটেকার মোঃ আব্দুল হক, জগন্নাথপুর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ ফজলুল করিম, রাণীগঞ্জ ইউনিয়নের সাধারণ কেয়ারটেকার মোঃ শিশু মিয়া, ইউনিয়ন শিক্ষক প্রতিনিধি সহ উপজেলার সকল স্তরের শিক্ষক/শিক্ষিকা বৃন্দ।
সমন্বয় সভায় ইসলামিক ফাউন্ডেশন এর ২০২০ সালের সকল কার্যক্রম গতিশীল করতে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়। সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে একাত্ততা প্রকাশ করে নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে ও সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্য বিয়ে প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার পরামর্শ প্রদান করা হয়।
পরে মুক্তিযুদ্ধে সকল শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিদেহী আত্বার মাগফেরাত কামনা সহ দেশের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।