প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০১৯ , ১০:৪০:৩৩ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি।। সুনামগঞ্জের ছাতক উপজেলায় আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
ছাতক পৌর শহরে একই সময় দুই পক্ষ কর্মসূচির ডাক দেয়ায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে শনিবার সন্ধ্যায় ১৪৪ ধারা জারি করেছে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে পৃথকভাবে মাইকযোগে সমাবেশ ও গণমিছিলের পক্ষে প্রচার শুরু করেন স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সমর্থকরা এবং মুকুট অনুসারী ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সমর্থকরা।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুটের পরিবার সম্পর্কে ছাতক দোয়ারার এমপি মানিকের অবাঞ্চিত মন্তব্যকে কেন্দ্র করে ফের গ্রুপিংয়ের উত্তাপ ছড়ায় সুনামগঞ্জের রাজনীতিতে।
মুকুট অনুসারী ছাতক পৌর সভার বর্তমান মেয়র কালাম চৌধুরীর গ্রুপের নেতাকর্মীদের সাথে এমপি মানিক অনুসারীদের দোয়ারায় বাজারে স্থানীয় ইউনিয়নে ব্যাপক সংঘর্ষ বাধে তার কিছুদিন পরে
গত ২৮ নভেম্বর ছাতক উপজেলার জাউয়াবাজারে এক পক্ষের মিছিলে অপর পক্ষ বাধা দেয়।
এ নিয়ে বিবদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে।
এতে উভয় গ্রুপের বেশ কয়েকজন গুরুতর আহত হোন।
বিতর্কিত এমপি মুহিবুর রহমান মানিক ও তার অনুসারীদের উস্কানিমূলক ভূমিকার কারণে ছাতক-দোয়ারায় আওয়ামী লীগের গ্রুপিং রাজনীতি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে।