প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০১৯ , ৬:৫৩:৫৫ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদিঃ বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ এখলাছ মিয়াকে সভাপতি করে শ্রীপতি পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
সুনামগঞ্জের ছাতক উপজেলার ১৩ নং ভাতগাঁও ইউনিয়ন পরিষদ এর অন্তর্ভুক্ত ১১৮ নং শ্রীপতি পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন এর লক্ষে গত ৭ ই ডিসেম্বর বিদ্যালয়ের হলরুমে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মাসুম মিয়ার উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সকল অভিভাবক সদস্য বৃন্দের সম্মতিক্রমে কন্ঠ ভোটের মাধ্যমে জনাব এখলাছ মিয়াকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম সাবুল,সদস্য মোঃ শায়েস্তা মিয়া, মোঃ মাহবুব হোসেন, মোছাঃ ছমিরুন নেছা, সৈয়দা সুলতানা হান্না , মোছাঃ রোশনা বেগম,মোঃ ময়নূল হক,মোঃ মনিরুল ইসলাম, মোছাঃ শেলী বেগম ও মিজানা ইজদানী।
১১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করেছেন উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান এবং উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস।