• সম্পাদকীয়

    এমএ মান্নানের প্রচেষ্টায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্প অনুমোদন

      প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০১৯ , ৯:৩৯:৪৭ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি:
    সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্প মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন লাভ করেছে।
    সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া হয়।
    এব্যাপারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমি সুনামগঞ্জ বাসীকে দেওয়া কথা রাখতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী হাওরবাসীর প্রতি অত্যন্ত দরদী। আমাদের হাওর এলাকার কোন প্রকল্প বাদ দেননা। আমাদের উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শক্তি, সমর্থন, সাহস জোগানো উচিত।
    উল্লেখ্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নির্বাচনী প্রতিশ্রুতি ও জেলাবাসীর দাবি ছিল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার। ইতিমধ্যে মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়টি বিলও অনুমোদন লাভ করেছে।

    আরও খবর

    Sponsered content