• সভা/সেমিনার

    আজ সুনামগঞ্জ মুক্ত দিবস, বিভিন্ন সংগঠনের বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা

      প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০১৯ , ৯:০৯:১০ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি॥  ১৯৭১ সালের এইদিনে (আজ ৬ ডিসেম্বর) সুনামগঞ্জ মুক্ত হয়েছিল পাক হানাদার বাহিনীর কাছ থেকে। সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠক নানান কর্মসূচি হাতে নিয়েছেন। জেলা প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জে বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্থবক অর্পণ করা হয়। পরে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৭১-সালের রণাঙ্গেনের শহীদ (পিটিআই বধ্যভুমি) মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও শহীদবেদিতে পুষ্পস্থবক অর্পন শেষে শহীদ আাবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
    বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, জেলার বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
    শোভা যাত্রায় ১৯৭১ সালে মক্তিযোদ্ধাদের কাছে রাজাকার ও পাক হানাদারদের আত্মসমর্পণের প্রতীকি দৃশ্য ফুঠিয়ে তোলা হয়।
    এদিকে সুনামগঞ্জ বিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাবসহ নানা সংগঠন দিনব্যাপি বিভিন্ন কর্মসুচি পালন করছে।

    আরও খবর

    Sponsered content