• সুনামগঞ্জ

    আঃলীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধারা সর্বোচ্চ সম্মান পাচ্ছেন- আলতাব উদ্দিন মাস্টার

      প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০১৯ , ১:৩৫:৫৫ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ- বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব ও ত্যাগ পাকিস্তানের হানাদার বাহিনীর মসনদে কাঁপন ধরিয়ে স্বাধীনতার পটভূমি তৈরি করেছিলেন।
    বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা শেখ হাসিনার দুরদর্শি নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে সম্মানের আসনে সমাসীন হয়েছে।
    শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা সর্বোচ্চ সম্মান পাচ্ছেন।
    আজ সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও সাবেক দিরাই উপজেলা সভাপতি ও দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির ১ম সদস্য আলতাব উদ্দিন মাস্টার বিজয় দিবস উপলক্ষে বার্তায় উপরোক্ত কথা বলেন।
    বিবৃতিতে মুক্তিযুদ্ধের সংগঠক আলতাব উদ্দিন মাস্টার আরও বলেন- মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে।
    স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, আর জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের কাছে।
    বর্ষীয়ান রাজনীতিবিদ আলতাব উদ্দিন মাস্টার আরো বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের ঠিক ২দিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এদেশীয় সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীকে সঙ্গে নিয়ে সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধা শূণ্য করতে এদেশের অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে।
    তবে বীরের জাতি বাঙালি তাদের সে উদ্দেশ্য সফল করতে দেয়নি। স্বাধীনতা উত্তর সময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে ও পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সম্মানের সাথে ঘুরে দাঁড়িয়েছি।
    আসুন আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বনির্ভর সোনার বাংলা গড়তে কাজ করি।

    আরও খবর

    Sponsered content