• সারাদেশ

    ৩৫ বছরের যুবক ২৮৬ বার বিয়ে করেছেন, ৭০০ নারীকে বিয়ে করার ইচ্ছা ছিল!

      প্রতিনিধি ২৬ নভেম্বর ২০১৯ , ৯:১৪:৪৪ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ-
    প্রথম বিয়ে করেছিল ২১বছর বয়সে। আর এখন তার বয়স হয়েছে ৩৫।
    মাঝের এই ১৪ বছরে টাকা রোজগার ও বিনে পয়সায় নারী শরীর ভোগ করার জন্য ২৮৬ বার বিয়ে করেছে সে। আর বিয়ে থেকে রোজগারের টাকা দিয়ে দামি গাড়িতে ঘোরা ও নামী হোটেল খাওয়া থেকে শুরু করে জীবনের সব প্রয়োজনই মিটিয়েছে।
    দামি দামি পোশাক পরে আর মিষ্টি কথায় ভুলিয়ে বহু মেয়ের জীবন ছারখার করে দিয়েছে।
    তবে শেষ রক্ষা হয়নি। প্রতারিত এক যুবতীর অভিযোগের ভিত্তিতে সম্প্রতি তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানার পুলিশ। আর তারপর তাকে জেরা করতেই জানা গেছে গত ১৪ বছরের ইতিহাস।
    আরো জানা গেছে, ৭০০ বিয়ের করার ইচ্ছা ছিল তার।
    কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তার সেই বাসনা নাকি থমকে গেছে।
    গত বুধবার তেজগাঁও থানায় এক নারীর ধর্ষণের মামলায় গ্রেপ্তার হন জাকির।

    #কালেরকন্ঠ

    আরও খবর

    Sponsered content