• গ্রেফতার/আটক

    সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই গরু আটক

      প্রতিনিধি ২৭ নভেম্বর ২০১৯ , ১২:৫৪:২৫ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার সদর উপজেলা সীমান্তে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অভিযান চালিয়ে সাড়ে ৬ লক্ষ টাকার ভারতীয় চোরাই গরুর চালান আটক করে বিজিবি সদস্যরা।

    বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ২৮ ব্যাটালিয়ন বিজিবির বনগাঁও বিওপির টহল দল গতকাল ২৫ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার সময় সীমান্ত মেইন পিলার ১২১৯ এর এলাকার সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রংঙ্গারছড়া ইউনিয়নের বিন্দাবননগর নামক স্থান থেকে ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে নিয়ে আসা ভারতীয় ২০টি চোরাই গরু আটক করে।

    যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৪০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক মোঃ মাকসুদুল আলম বলেন, আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ কর্তৃক নিলাম করতঃ সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

    Sponsered content