• রাজনীতি

    সুনামগঞ্জের-১২ ইউনিটের সম্মেলন জানুয়ারীতে, প্রস্তুতি কমিটি বহাল থাকবে–মতিউর রহমান

      প্রতিনিধি ২৫ নভেম্বর ২০১৯ , ৭:৪৫:৪০ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ-
    সুনামগঞ্জ জেলার উপজেলা ইউনিট সমূহের সম্মেলন নানান জল্পনাকল্পনার পর অবশেষে স্থগিত ঘোষণা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব মতিউর রহমান বলেছেন- যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ইউনিট সমূহের সম্মেলন হচ্ছে না সেহেতু সুনামগঞ্জ জেলার অন্তর্গত উপজেলা সমূহের সম্মেলন আপাততঃ স্থগিত থাকবে। আগামী জানুয়ারি থেকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক উপজেলায় নতুন করে সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে এবং সেই তারিখেই প্রত্যেক উপজেলায় সম্মেলন সম্পন্ন করা হবে।
    বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মাহবুব-উল-আলম হানিফ এবং সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এর সাথে গতকাল আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এছাড়াও সম্মেলন সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ঘোষিত সম্মেলন প্রস্তুতি কমিটি বহাল থাকবে বলে নিশ্চিত করেছেন জেলা সভাপতি আলহাজ্ব মতিউর রহমানের সাথে থাকা জেলা আওয়ামী লীগ এক নেতা ।
    সম্মেলন পিছিয়ে যাওয়ার জন্য জেলা সভাপতি আলহাজ্ব মতিউর রহমান সাহেবের শারীরিক অসুস্থতা ও কমিটি গঠন নিয়ে এমপিদের সাথে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মতবিরোধ কে কারণ হিসাবে উল্লেখ করেছেন জেলা আওয়ামী লীগের বিশ্বস্ত একটি সূত্র।

    আরও খবর

    Sponsered content