• সংঘর্ষ

    সুনামগঞ্জের ভীমখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি নিহত

      প্রতিনিধি ৩০ নভেম্বর ২০১৯ , ১১:০৩:৪৫ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ বাড়ির পাশে রাস্তায় টেলাগাড়ি রাখা নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে রডের আঘাতে গুরুতর আহত হয়ে মারা যান আলী আমজদ। ঘটনাটি ঘটেছে, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের ভীমখালীর জাল্লাবাজ গ্রামে। জানা যায়,বাড়ির পাশে রাস্তায় টেলাগাড়ি রাখা নিয়ে গতরাত সাড়ে ৯ টায় একই গ্রামের নুরুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুল ইসলামের পক্ষে কয়েস,সেরমিয়া, রেনু বেগম দেশীয় অস্ত্র শস্ত্র ও রড নিয়ে আলী আমজদের উপর হামলা করে। গুরুতর আহত আলী আমজদকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮ টায় আলী আমজদ মৃত্যু বরণ করেন।এ তথ্য নিশ্চিত করেন নিহতের এক আত্মীয় মুঠোফোনে। নিহতের কপালে ও মাথায় রডের আঘাতের রয়েছে সুস্পষ্ট চিহ্ন। এ সময় আলী আমজদের বাচাঁও বাঁচাও চিৎকারে নিহত ব্যক্তির বড় ভাই আলী হুসেন এগিয়ে এলে তাকে ও পিটিয়ে আহত করে! জানা যায় নিহতের লাশ এখন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে সুরতহাল করার জন্যে।

    আরও খবর

    Sponsered content