• দুর্ঘটনা

    সুনামগঞ্জের তাহিরপুরে সড়ক দুর্ঘটনায় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক নিহত

      প্রতিনিধি ২৫ নভেম্বর ২০১৯ , ৪:১৬:৪৭ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রণয় সরকার শাওন(২৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোপীনাথ নোয়াগাওঁ গ্রামের শ্যামচাদঁ সরকারের ছেলে।
    আজ সোমবার রাত সাড়ে ৮টায় নিজ বাড়ি হতে মোটর সাইকেল যোগে মোহনগঞ্জ হয়ে নেত্রকোনা যাওয়ার পথে বারহাট্রা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নেত্রকোণার বারহাট্রা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আগামীকাল মঙ্গলবার তার লাশ নিজ উপজেলার গোপীনাথ নোয়াগাও গ্রামে আনা হবে বলে জানান, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক অভি সরকার পলাশ।
    এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান দর্ূঘটনার খবরের নিশ্চিত করেছেন এবং আগামীকাল নিহতের লাশ তার গ্রামের বাড়িতে আনা হবে বলেও তিনি জানান।
    #নাঈম

    আরও খবর

    Sponsered content