প্রতিনিধি ২৮ নভেম্বর ২০১৯ , ১১:৩৮:৫৮ অনলাইন সংস্করণ
আব্দুল আজিজ সাদী, স্টাফ রিপোর্টারঃ-
সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ফারহান চৌধুরী ফারুকে দিরাই শাল্লার স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেখতে যান। এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য মকসুদ আলম, দিরাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, দৈনিক ভাটি বাংলা সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক এস এম ওয়াহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রেদোয়ান মাহমুদ চৌধুরী, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য রবিন চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাহবুবুল আলম সোহেল প্রমুখ।
উল্লেখ্য দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ফারহান চৌধুরী পারুল ২৬ নভেম্বর হার্ট অ্যাটাক করে ইবনে সিনার আই,সি,ইউ, তে চিকিৎসা দিচ্ছেন। দিরাই শাল্লার আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাহার শয্যা পাশে কিছু সময় অতিবাহিত করেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন।