• সভা/সেমিনার

    সিলেটের গৃহিনীরা আগামী ১০ দিন পেঁয়াজ না খাওয়ার ঘোষণা দিয়ে মানববন্ধন দাঁড়ালেন

      প্রতিনিধি ২৭ নভেম্বর ২০১৯ , ১২:২৪:১৪ অনলাইন সংস্করণ

    ছবি সংগৃহীত
    স্টাফ রিপোর্টারঃ-
    আশ্বাসবাণী শুনতে শুনতে পেঁয়াজের ঝাঁজে আর পকেট খালি হওয়ার শোকে দেশের বিভিন্ন স্থানে ব্যাতিক্রমী প্রতিবাদ হচ্ছে মাঝেমধ্যে আজ লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও আগামী ১০ দিন পেঁয়াজ না খাওয়ার ঘোষণা দিয়ে মানববন্ধন করেছেন সিলেটের গৃহিণীরা।
    বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন গৃহিণীরা। এসময় গৃহিণীরা জানান, বর্তমান সময়ে পেঁয়াজের ঊর্ধ্বমূল্যে তারা শঙ্কিত। এমন সংকটময় মুহূর্তে গৃহিণীদেরও সচেতন হওয়া উচিত।  পেঁয়াজ ছাড়াও সুস্বাদু খাবার রান্না করা যায়। সকলে একযোগে কয়েকদিন পেঁয়াজ বর্জন করলে সিন্ডিকেট ভেঙে যাবে বলেও জানান তারা।
    মজুদদারদের রুখে দিতে আগামী ১০ দিন পেঁয়াজ না খাওয়ার ঘোষণা দেন গৃহিণীরা। পাশাপাশি দ্রুত এই সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

    আরও খবর

    Sponsered content