প্রতিনিধি ১৮ নভেম্বর ২০১৯ , ১১:৪৯:৫৮ অনলাইন সংস্করণ
মুজিবুর রহমান তোতা, বার্সেলনা স্পেন থেকে।।
বার্সেলোনার দারুল আমাল জামে মসজিদে গতকাল ১৭ নভেম্বর রবিবার, মুফতি মাওলানা আব্দুল কাদের সাহেবের পরিচালনায়।
বাদ আসর থেকে বাদ এশা পর্যন্ত কোরআন তেলয়াত, ইসলামী, হামদ, নাশিদ, ইসলাহি বয়ান, তাফসীরে কোরআন এর মধ্য দিয়ে ইসলামের তাথপর্য এবং বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরামের করনীয় ও মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে বিশেষ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে শায়েখ মাওলানা আসগর হোসাইন (লন্ডন) বলেন, ঈমান,আমল ঠিক রেখে জীবন যাপন করলেই ইহকাল এবং পরকালে শান্তি হবে। আর তার জন্য তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহর ভীতি মনে রাখতে হবে, আর আল্লাহর ভীতি যাদের অন্তরে ডুকে যাবে, তারা দুনিয়ার সর্ব প্রকার অশালীন, অসমাজিক, অন্যায়, অত্যাচার, অভিচার এবং গুনাহের কাজ থেকে বেচে যাবে।
তিনি আরও বয়ানে উল্লেখ করেন মিথ্যাচার থেকে বিরত থেকে হালাল রুজি অর্জনের মাধ্যমে জীবন যাপন করতে হবে আর তখনই আল্লাহ তায়ালার নৈকট্য অর্জন করা যাবে। পরহেজগার আর তাকওয়া বান বান্দাদের আল্লাহ রাব্বুল আলামীন পছন্দ করেন। বেশি বেশি করে এবাদতের মাধ্যমে নিজ-নিজ নফসকে দুনিয়াবী লোভ লালসা থেকে বিরত রাখতে উপস্থিত সকল মুসল্লি সহ সাড়া বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আহবান জানান।
সম্মানিত বক্তাদের মধ্যে আর ও বয়ান ফরমান, হাফিজ মাওলানা সালেহ আহমেদ (বার্মিংহাম) বারিষ্টার মাওলানা বদরুল হক্ব (বার্মিংহাম) ক্বারী মাওলানা মুদ্দাসির আনওয়ার (বার্মিংহাম) এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগন ওয়াজ করেন।
পরিশেষে বিশ্বের সকল বিপদগামী মানুষের জন্য দোয়া করা হয় এবং উপস্থিত মুসল্লিদের রাতের খাবারের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।