• লিড

    সরকার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে বদ্ধপরিকর, জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী

      প্রতিনিধি ২৯ নভেম্বর ২০১৯ , ১১:১১:৪৭ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, একটি জাতির উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার ওপর। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। এখন সময় এসেছে শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করার।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার শিক্ষার গুনগত মান উন্নয়নে সচেষ্ট রয়েছে। শিক্ষার সাথে জাতির অস্তিত্ব নির্ভরশীল। বিশ্বের সু-শিক্ষিত জাতিরাই উন্নয়নের সিঁড়ি বেয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে ঠিক সেভাবে সু-শিক্ষায় শিক্ষিত না হলে আমরা অনেক পিছিয়ে যাবো।সরকার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে বদ্ধপরিকর। তাই শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে, বিশেষ করে, শিক্ষক ও শিক্ষাবিদদের শিক্ষার উন্নয়নে অবদান রাখার জন্য আহ্বান জানান ।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে ২৯ শে নভেম্বর রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মখলিছুর রহমান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষার মান উন্নয়ন মূলক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান ।
    উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন , সুনামগঞ্জ- ১ আসনের এমপি মোজাম্মেল হোসেন রতন, নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি শাহ নেওয়াজ মিলাদ গাজী, সুনামগঞ্জ-২ আসনের এমপি জয়া সেন গুপ্ত, সুনামগঞ্জ-৪ আসনের এমপি মুজিবুর রহমান মানিক, মহিলা সংরক্ষিত আসনের এমপি শামীমা শাহরিয়ার।
    এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, নবীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ফজুল হক চৌধুরী সেলিম, জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজ আলম মাসুম।
    এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সেলিম আহমেদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম রিজু মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ।
    সভা শেষে বিদ্যালয়ের পক্ষ হতে অতিথি বৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

    আরও খবর

    Sponsered content