প্রতিনিধি ২৭ নভেম্বর ২০১৯ , ১০:২৫:৪৫ অনলাইন সংস্করণ
প্রেস বিজ্ঞপ্তিঃ– সুনামগঞ্জ জেলার বিশিষ্ট আলেমেদ্বীন, পীরে কামিল, আলহাজ্ব হযরত মাও মুফতি মোঃ ইসকন্দর আলী সাহেব শায়খে উলুতুলী রহ’র স্বরনে উলুতুলু, ঘোলেরগাঁও, নোয়াগাঁও, কান্দাগাঁও, এর মুরুব্বি ও যুবকদের নিয়ে গঠিত “শায়খ ইসকন্দর আলী রহ, স্মৃতি সংসদ” এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও ঐতিহাসিক ২দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ও জেলা ব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ৭-৮ জানুয়ারী, রোজ মঙ্গলবার ও বুধবার। স্থানঃ ঘোলেরগাঁও মাঠে অনুষ্টিত হবে ইনশাআল্লাহ।
🔽প্রতিযোগিতার নিয়মাবলী🔽
🔹 সুনামগঞ্জ জেলার অন্তর্গত যে কোনো প্রতিষ্টানের শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে।
🔹 জাতীয় পুরুস্কারপ্রাপ্ত কোনো প্রতিযোগী অংশগ্রহন করতে পারবে না।
🔹 প্রতিযোগীর বয়স সর্বোচ্ছ ১৫ বছর।
🔹 নিম্ন বর্ণিত স্থান সমৃহ থেকে ফরম সংগ্রহ করে তা পৃরন করতঃ মুহতামিম সাহেবের সাক্ষর সহ ১ জানুয়ারি রোজ বুধবারের মধ্যে পুনরায় যথাস্থানে জমা দিতে হবে। “ফরম ফি ৫০ টাকা।
🔹ধারাবাহিক যে কোনো ১০ পারা।
🔹 ০৭ জানুয়ারী সকাল ০৯:০০ টার আগে উপস্থিত থাকতে হবে।
🔹 বিচারকমন্ডলীর সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
🇧🇩পুরুস্কার 🇧🇩
১ম পুরুস্কার ৫০০০ টাকা,
২য়পুরুস্কার ৪০০০ টাকা,
৩য় পুরুস্কার ৩০০০ টাকা,
৪র্থ পুরুস্কার ২০০০ টাকা,
৫ম পুরুস্কার ১০০০ টাকা,
বিশেষ পুরুস্কার-১০ টি নগদ টাকা।
⭕তাফসীর পেশ করবেন⭕
🔘শায়খুল হাদিস নূরুল ইসলাম খান, দরগাহপুরী।
🔘আল্লামা ড, আ ফ ম খালিদ হোসাইন, চট্রগ্রামী।
🔘শায়খুল হাদিস ফজলুর রহমান খাঁন, বানিয়াচঙ্গী।
🔘শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী, হরষপুরী।
🔘মাওলানা মেরাজুল হক মাজহারী, ঢাকা।
🔘মাওলানা আমিরুল ইসলাম, হবিগঞ্জী।
🔘মাওলানা আব্দুর রকীব, বিশ্বম্ভরপুরী।
🔘মাওলানা বিলাল আহমদ বিলালী, সুনামগঞ্জী।
উক্ত মাহফিলে নিজ নিজ স্থান থেকে দ্বীনি সার্থে দেশ বিদেশের সবার সার্বিক সহযোগীতা দোয়া ও উপস্হিতি কামনা করি।
💠ফরম জমা ও প্রাপ্তিস্থান💠
🔴মল্লিকপুর হাফিজিয়া মাদ্রাসা-০১৭৬১৭৪৯৭৩১
🔴দরগাহপুর মাদ্রাসা-০১৭১৮-৬৮১০৬৫
🔴হিফজুল কুরআন একাডেমী,জগন্নাথপুর-০১৭১৭-৮৪৬৯৯০
🔴দিরাই জামেয়া-০১৭৪৫-৫৮৫৩২৩
🔴সাচনা মাদরাসা,জামালগঞ্জ,০১৭৪২-৭৯৫৬৭৯
🔴মা লাইব্রেরী জাউয়া বাজার-০১৭৩৭-৯০১৭১৭
🇧🇩 বিঃ দ্রঃ প্রতিযোগিতার যে কোনো তথ্য বা মোবাইলে রেজিস্ট্রেশন করতে যোগাযোগঃ হাফেজ হাফিজুর রহমান আবুহানিফা- ০১৭১৯-৮৯৪১৫৮
আয়োজনেঃ শায়খ ইসকন্দর আলী রহঃ স্মৃতি সংসদ।
উলুতুলু,নোয়াগাঁও, ঘোলেরগাঁও, কান্দাগাঁও, ইউ/পি কাঠইর, সদর সুনামগঞ্জ, সুনামগঞ্জ।