• অনিয়ম / দুর্নীতি

    র‍্যাবের অভিযানে ৪ লক্ষ টাকার পেঁয়াজ জব্দ, আটক ২

      প্রতিনিধি ১৫ নভেম্বর ২০১৯ , ১:৫৫:১২ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ
    স্মরণ কালের সর্বোচ্চ রেকর্ড মূল্যের মাঝে ভারত থেকে সিলেটের তামাবিল বর্ডার হয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা ট্রাকভর্তি পেঁয়াজ-সহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৯।
    শুক্রবার সকালে সিলেট শহরতলীর বটেশ্বর বাইপাস এলাকায় র‌্যাব এ অভিযান পরিচালনা করে। আমদানীর কাগজ দেখাতে না পারায় ট্রাক ও পেঁয়াজ জব্ধসহ  দুইজনকে আটক করা হয়।
    র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, দুই হাজার ২৪০ কেজি পিয়াজ বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা।
    যার আনুমানিক মুল্য ৪ লক্ষ টাকা। এসময় ট্রাকভর্তি পেঁয়াজসহ আটককৃতরা হচ্ছেন সিলেটের গোয়াইনঘাট এলাকার মিত্রাকেল গ্রামের বাসিন্দা আবদুল হকের পুত্র লায়েছ উদ্দিন ও রাজশাহী এলাকার গোয়ালীয়া থানার আরমান আলীর পুত্র মো. মিরাজ আলী।
    তারা ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে। তবে ভারত থেকে বাংলাদেশে কিভাবে আসল আর কারা কারা জড়িত এমন তথ্য উদঘাটনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি।

    সূত্রঃ- সিলেটভিউ২৪ডটকম/১৫ নভেম্বর ২০১৯

    আরও খবর

    Sponsered content