• আন্তর্জাতিক

    মুসলমরাই সারা বিশ্বে ৮০ শতাংশ সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে

      প্রতিনিধি ২৩ নভেম্বর ২০১৯ , ৯:০১:১৮ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ-
    বিশ্বব্যাপী মুসলিমরাই সবচেয়ে বেশি সন্ত্রাসবাদ ও উগ্রবাদের শিকার বলে জানিয়েছেন ফ্রান্সের একটি এনজিও প্রধান। সন্ত্রাসী হামলার শিকার ৮০ শতাংশই মুসলিম বলে তিনি দাবি করেন।
    আনাদলু জানিয়েছেন বুধবার ফ্রান্সে সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক সম্মেলনে দেশটির অ্যাসোসিয়েশন ফ্রান্সিস দেস ভিক্টিমস দ্যু টেররিজমের প্রধান সেন্ট মার্ক জানান, ‘মুসলিমরাই’ সবার আগে সন্ত্রাসীদের শিকার হচ্ছে।
    ‘পশ্চিমা দেশগুলো প্রচার করে, সন্ত্রাসীরা মুসলিম আর তাদের শিকার হচ্ছে অমুসলিমরা। এটি সত্য নয়। বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার ৮০ ভাগেরই শিকার হচ্ছে মুসলিমরা।’
    সম্মেলনটিতে আমন্ত্রিত ছিলেন সন্ত্রাসবাদের শিকার বেশ কয়েকজন মুসলিম ব্যক্তিও। তাদের উদ্দেশ্যে সেন্ট মার্ক বলেন, ‘সন্ত্রাসীরা চায় আমরা পরস্পরের বিরুদ্ধে লড়াই করি। কিন্তু ধ্বংস হয়ে যাওয়া আমাদের মধ্যে সেতুবন্ধনটি আমরা পুনর্নির্মাণ করতে চাই।
    ফ্রান্সে ইউরোপের সবচেয়ে বেশি মুসলিমদের বসবাস। দেশটির ৬৭ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ৫ মিলিয়নেরও বেশি মুসলিম সংখ্যালঘু। ইউরোপোলের একটি প্রতিবেদনে জানা গেছে , ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইউরোপের ঘটা সন্ত্রাসী হামলার ৯৯ শতাংশ শিকার ছিল মুসলিমরা।

    আরও খবর

    Sponsered content