প্রতিনিধি ২৬ নভেম্বর ২০১৯ , ১০:১২:১১ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ- মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ও সাবেক সাংসদ গুলজার আহমদ আর নেই। তিনি আজ দুপুর সাড়ে ১১ টার সময় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯০ বৎসর।
ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা ও বরেণ্য বাম রাজনৈতিক জনাব গুলজার আহমদ সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের সম্ভান্ত্র মুসলিম পরিবারের সন্তান ছিলেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল বুধবার ২৭ নভেম্বর বাদ আছর চৌকিদিকি জামে মসজিদে ও ২য় জানাজা বাদ মাগরিব সিলেট দরগা মসজিদে অনুষ্ঠিত হবে। জানা শেষে সিলেট দরগাতেই তাকে সমাহিত করা হবে বলে নিশ্চিত করেছেন মরহুম গুলজার আহমদের ভাতিজা শামিম শাহরিয়ার।
প্রসঙ্গতঃ গতকাল মরহুম গুলজার আহমদের সহধর্মিণী জনাবা সৈয়দা জেবুনেছা খাতুন ইন্তেকাল করেন, মরমার জানাজা আজ বাদ মাগরিব সিলেটে অনুষ্ঠিত হবে।
আমরা দৈনিক ভাটি বাংলা ডটকম পরিবার ভাটির এ-ই বরেন্য রাজনীতিবিদ গুলজার আহমদ ও উনার সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোকাহত ও জানাই বিনম্র শ্রদ্ধা।