প্রতিনিধি ২৭ নভেম্বর ২০১৯ , ৩:৩০:০৪ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ– আজ রাত ৮-৩৫ মিনিটে হঠাৎ হট্টগোল, চারিদিকে ছুটাছুটি! মাছ সব্জি সহ ফুটপাতের মালামাল যে যেভাবে পারছেন মার্কেটের ভিতরের দোকানে নিয়ে রাখছেন!
হৈ-হুল্লোড় দেখে ঊঁকি দিয়ে দেখলাম সবাই প্রাণান্তকর চেষ্টা করছেন নিজ নিজ পণ্য নিরাপদ আশ্রয়ে সড়িয়ে নিচ্ছেন।
বেরিয়ে দেখলাম কোনো অভিযান নেই সবই লবণ আতংক!
উপস্থিত না থাকলে বুঝা যেতোনা ফুটপাতের দোকানিরা- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর রাস্তা প্রসস্থ করণে সাহসীক অভিযান এবং পথচারীদের হাঁটা চলায় ফুটপাত দখল মুক্ত রাখতে চলমান অভিযানের ভীতি কতটুকু রাখেন!
মদিনা মার্কেটের একজন মাছ ব্যবসায়ী আমাকে ছবি তুলতে দেখে বলেন সাংবাদিক সাব ফুটপাতের অবৈধ দোকানীরা যেভাবে আরিফকে ভয় করেন এইভাবে আল্লাহকে ভয় করলে বেহেশতে যাওয়া বোধহয় একেবারেই কনফার্ম হয়ে যেতো!
একথা শুনে আপেল-আঙ্গুর ব্যবসায়ী মধ্যবয়সী একজন দোকানী করুন ভাবে তাকিয়ে ক্যারেট নিয়ে চলে গেলো!
সাময়িক ফুটপাত ফাঁকা দেখে পথচারীরা স্বস্তি পেলেও শতশত ব্যবসায়ীদের চোখে সর্ষে ফুল ও অশ্রু টলটল করতে দেখে ফুটপাত হকার মুক্ত থাকার দাবি ভিতর থেকেই যেন উবে গেল।।
প্রয়োজন পরিকল্পিত ভাবে হকার পুনর্বাসন ও স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দেওয়া।
এখানে শতশত ব্যবসায়ীদের রুটিরুজির সাথে সাথে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার ভরসাও কিন্তু এ-ই ফুটপাত ও হকারেরা বললেন একজন স্বল্প আয়ের চাকুরীজীবি।
Notifications