• খেলাধুলা

    দল পেলেন না আশরাফুল-ইবাদত

      প্রতিনিধি ১৭ নভেম্বর ২০১৯ , ৮:১৭:১২ অনলাইন সংস্করণ

    নিষেধাজ্ঞা কাটিয়ে বিপিএলের গত আসরে মাঠে নেমেছিলেন মোহাম্মদ আশরাফুল। চট্টগ্রাম ভাইকিংসে খেলা এ ব্যাটসম্যান জায়গা পাননি বঙ্গবন্ধু বিপিএলে। এবার খেলোয়াড় ড্রাফটে তাকে নেয়নি কোনো দল।

    কোনো দলে ডাক না পাওয়া উল্লেখযোগ্য আরেক নাম ইবাদত হোসেন। ইবাদত গত আসরের বিপিএল খেলেছিলেন। এছাড়াও ডাক পাননি শাহরিয়ার নাফিস।

    তিন আসর পর গত বিপিএলে ফিরে তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন আশরাফুল। করেন মাত্র ২৫ রান।

    দল না পাওয়া স্থানীয় খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য নাম পেসার ইবাদত হোসেন, লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন, পেস-অলরাউন্ডার জিয়াউর রহমান, স্পিনার তানবীর হায়দার।

    তবে এখনই শেষ হচ্ছে না তাদের বিপিএল খেলার সুযোগ। এখনও দল পাওয়ার সুযোগ আছে আশরাফুল, ইবাদত, নাফিসদের। ড্রাফটের পরেও ক্ষেত্রবিশেষে ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবে দলগুলো।

    এবার ড্রাফট থেকে দল পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম পেসার হাসান মাহমুদ, আমিনুল ইসলাম বিপ্লব, মিনহাজুল আবেদীন আফ্রিদি, ফারদিন হাসান অনি, আলিস আল ইসলাম।

    রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের ড্রাফট।

    আরও খবর

    Sponsered content