• সংবর্ধনা / উদ্বোধন

    ত্রিদেশীয় লিডারশীপ প্রোগ্রামে নেতৃত্ব দানকারী শাবিপ্রবি’র নাদিয়া ফুলেল শুভেচছা সিক্ত

      প্রতিনিধি ১১ নভেম্বর ২০১৯ , ৪:১৬:১৮ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিবেদকঃ

    ত্রিদেশীয় লিডারশীপ প্রোগ্রামে নেতৃত্ব দানকারী জগন্নাথপুরের কৃতি শিক্ষার্থী শাবিপ্রবি’র নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ইমা’কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কলকলিয়া ইউনিয়ন উন্নয়ন সংস্থা সিলেট এর নেতৃবৃন্দ।
    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রাম নিবাসী মোঃ হিরা মিয়ার মেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী নাদিয়া বেগম ইমা ত্রিদেশীয় (বাংলাদেশ, জাপান ও মায়ানমার) লিডারশিপ প্রোগ্রামে (ল্যাম্প) শাবিপ্রবি’র নেতৃত্বে থাকায় আজ সোমবার নাদিয়া বেগম ইমা’কে আন্তরিক অভিনন্দন ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেটস্থ জগন্নাথপুর উপজেলার “কলকলকলিয়া উন্নয়ন সংস্থা সিলেট ” এর সভাপতি মোঃ সৈয়দ দরবেশ আলী, সহ-সভাপতি মোঃ হিরা মিয়া,সহ-সভাপতি মোঃ সৈয়দুনুর,সাধারন সম্পাদক মোঃ আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান টিপু,কার্যকরী সদস্য সাইদুল ইসলাম, মোঃ আব্দুল জব্বার ও মোঃ কোহিনূর রহমান প্রমূখ।
    উল্লেখ্য, ২০১৮ সালে জাপানের নিজস্ব অর্থায়নে প্রথমবারের মতো উপরোক্ত প্রোগ্রাম চালু হয়। শিক্ষার্থীদের অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করতে হয়। এ প্রোগ্রাম তিনটি দেশে তিন পর্বে অনুষ্ঠিত হবে। চলতি বছরের ডিসেম্বর মাসে জাপানে (১০ দিন), ২০২০ সালের মার্চ মাসে মিয়ানমার (১০ দিন) এবং মে মাসে বাংলাদেশে (১০ দিন) এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।এ প্রোগ্রামে দেশের চারটি বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে ঢাবি থেকে দুইজন, শাবিপ্রবি থেকে একজন, বুয়েট থেকে একজন ও যবিপ্রবি থেকে একজন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

    আরও খবর

    Sponsered content