প্রতিনিধি ১৭ নভেম্বর ২০১৯ , ১:০৫:৫২ অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।। ঠাকুরগাঁওয়ে একটি ছাত্রাবাস থেকে মুজাহিদ ইসালম (২২) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৯ টার দিকে শহরের দুরামারি এলাকার বুলুর ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মুজাহিদ ইসলাম ঠাকুরগাঁও সরকারি কারিগরি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র এবং সে দিনাজপুর জেলার হাজীপাড়া গ্রামের জহির উদ্দীনের ছেলে বলে তথ্য পাওয়া যায়।
পুলিশ জানায়, শহরের দুরামারী এলাকার বুলুর ছাত্রাবাসে থাকতেন মুজাহিদ। রোববার সকালে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার রুমমেটরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশিকুর রহমান বলেন,লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এটা আত্মহত্যা কি না তা এখনই বলা যাবে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।