প্রতিনিধি ২৩ নভেম্বর ২০১৯ , ১১:১৩:৩০ অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।।
শিশু অধিকার সনদের ৩০ বছরে অর্জন, চ্যালেঞ্জ এবং করনীয় শীর্ষক শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার শহরের নিশ্চিন্তপুর আইডিয়াল হাই স্কুল হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি ও শিশু ফোরাম নেটওয়ার্কের যৌথ আয়োজনে সমাবেশে সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান বেলাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জলিলুর রহমান, সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগম প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
শিশু সমাবেশে বক্তারা শিশু অধিকার সনদ বাস্তবায়নে বিভিন্ন অর্জন, চ্যালেঞ্জ ও শিশু আইন সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেন। এ সময় অপমৃত্যু, যৌন নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক, মাদক, অপহরণ, নারী নির্যাতন ইত্যাদি বন্ধে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তারা।