• সিলেট

    জাতিসংঘ শান্তি মিশনে ইন্টারপ্রেটার হিসেবে যোগ দিলেন কানাইঘাটের আব্দুর রহিম

      প্রতিনিধি ২২ নভেম্বর ২০১৯ , ৯:৫০:১১ অনলাইন সংস্করণ

    আবুল হাসনাত (সিলেট) কানাইঘাট থেকে:
    বাংলাদেশ সেনাবাহিনীর (ইন্টারপ্রেটার) ক্যাপ্টেন পদে জাতিসংঘের শান্তি মিশনে যোগ দিলেন সিলেটের কানাইঘাটের আব্দুর রহিম। ২০১৯ সালে সারা দেশ থেকে যে দুজন (ইন্টারপ্রেটার) ক্যাপ্টেন পদে সরাসরি নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে আব্দুর রহিম একজন। গত বৃহস্পতিবার জাতিসংঘের বিশেষ বিমানে করে সন্ধ্যায় তিনি দেশত্যাগ করেন। আব্দুর রহিম সিলেটের কানাইঘাট উপজেলার ছোটদেশ গ্রামের আব্দুল লতিফের পুত্র। এমসি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হতে মানব সম্পদ ব্যবস্থাপনার উপর পিজিসি সম্পন্ন করেন। এছাড়া ঢাবির আধুনিক ভাষা ইন্সটিটিউট হতে ফরাসি ভাষা বিভাগে (৩য় বর্ষ) ডিপ্লোমা এবং আলিয়স ফ্রসেজ হতে বি ১.২ পাস করেন।
    সেনাবাহিনীতে যোগদানের পূর্বে তিনি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এবং বিইউপি-তে ফরাসি ভাষার খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পহেলা সেপ্টেম্বর সেনাবাহিনীতে যোগদানের পর তিন মাসের পিডিটি প্রশিক্ষনের পর শান্তি মিশনে যোগ দিলেন। ক্যাপ্টেন আব্দুর রহিম ছাত্রাবস্থায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)র একজন চৌকষ ক্যাডেট আন্ডার অফিসার (সিইও), ট্যুরিস্ট ক্লাব অব এমসি কলেজের সভাপতি, এমসি কলেজ রোটার‍্যাক্ট ক্লাবের এডিটর, এক্স ক্যাডেট এসোসিয়েশন ঢাকা জেলা ইউনিটের নির্বাহী সদস্য এবং সিলেট ইউনিটের সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। কান্তিরক্ষায় দায়িত্ব পালন শেষে যাতে আবার সুস্থ-সুন্দরভাবে দেশে ফিরতে পারেন সেজন্য তিনি সবার দোয়া প্রত্যাশী।
    উল্লেখ্য-প্রতি বছর জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে কাজ করার লক্ষে (ইন্টারপ্রেটার) ক্যাপ্টেন পদে সরাসরি সেনাবাহিনীতে নিয়োগ দেয়া হয়। প্রয়োজনীয় সকল পরীক্ষার (মেডিকেল টেস্ট, লিখিত ও ভাইভা) মাধ্যমে যোগ্যদের সরাসরি ক্যাপ্টেন পদে নিয়োগ দেয়া হয়। এই বছর দু’জনের মধ্যে প্রথম হয়েছিলেন আব্দুর রহিম।

    বা

    আরও খবর

    Sponsered content