• অনিয়ম / দুর্নীতি

    জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

      প্রতিনিধি ১৯ নভেম্বর ২০১৯ , ৪:৩২:৫৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা ও খাদ্যে ভেজাল এবং ভোক্তা অধিকার আইনে জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি গ্রোসারী দোকানে ১৫হাজার টাকা জরিমানা আদায় সহ লাইসেন্স না থাকায় ১টি রেস্তোরা সিলগালা করা হয়েছে।

    ১৯ শে নভেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যালগ্নে সুনামগঞ্জের উপজেলার পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম এক অভিযান পরিচালনা করে দ্রব্য মূল্যের তালিকা সাটানো না থাকায় হাবিব ভেরাইটিজ স্টোরকে ৫হাজার টাকা এবং মেয়াদর্ত্তীন পণ্য ও মূল্য তালিকা সাটানো
    না থাকার অপরাধে রিয়ান ভেরাইটিজ স্টোরকে ১০হাজার টাকা সহ মোট ১৫হাজার টাকা জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।
    এদিকে রান্না ঘরে নোংরা পরিবেশ এবং জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত রেস্তোরার লাইসেন্স দেখাতে না পারায় পাঁচ তারা রেস্টুরেন্টকে প্রাথমিক ভাবে সিলগালা করা হয়েছে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম বলেন , নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে গুজবে
    বিভ্রান্ত না হতে ব্যবসায়ী সহ জনসাধারনকে সচেতনতা মূলক পরামর্শ দেয়া হয়েছে। তিনি আরো জানান, পিঁয়াজের মূল্য আগের চেয়ে অনেকটা কমেছে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রয়েছে।

    0Shares

    আরও খবর

    Sponsered content