প্রতিনিধি ২৬ নভেম্বর ২০১৯ , ২:৪৩:৩৫ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী সাবেক ইউপি সদস্য সাহাবউদ্দিন(৪৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই মোঃ শাহীন চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ ২৬ শে নভেম্বর রোজ মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক সদস্য শ্রীরামসি গ্রাম নিবাসী মৃত তোতা মিয়ার ছেলে যুবলীগ নেতা মোঃ সাহাবউদ্দিন(৪৮) কে মিরপুর ইউনিয়ন পরিষদ এর সামন থেকে গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই মোঃ শাহীন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত সাবেক ইউপি সদস্য সাহাবউদ্দিন নাগরিক সার্টিফিকেট মামলার গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী (মামলা নং-জিআর২৪/১৫)।