প্রতিনিধি ২০ নভেম্বর ২০১৯ , ৪:৫৪:২৬ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী সজ্জাদ(৩৮)কে মাতাল অবস্থায় গ্রেপ্তার করে কারাগারে প্রেরন করেছে থানা পুলিশ।
বিশ্বস্ত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশের নেতৃত্বে এক দল পুলিশ ১৯ শে নভেম্বর রোজ মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী জগন্নাথপুর পৌর এলাকার জালালপুর গ্রাম নিবাসী মোঃ শুক্কুর আলীর ছেলে মোঃ সজ্জাদ মিয়া(৩৮) কে মদ খেয়ে মাতলামি করা অবস্থায় গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ বলেন, মদ খাওয়া ছাড়াও সে অন্য আরেকটি মামলার পলাতক আসামী । ২০ শে নভেম্বর তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।