প্রতিনিধি ১৯ নভেম্বর ২০১৯ , ৮:২৭:৪২ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-
জগন্নাথপুরের হাওর গুলোতে আমন ধান কাটা শুরু হওয়েছে। কৃষক- কৃষাণির মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে।জনমনে আনন্দ -উল্লাস বিরাজ করছে। হাওরে হাওরে এবং বাড়ীর পার্শ্ববর্তী জমিতে পাকা ও আধা পাকা ধান মৃদূ বাতাসের আলিঙ্গনে দুলছে। মনোমুগ্ধকর পরিবেশ আর ধানের মৌ মৌ গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। ১৯ শে নভেম্বর রোজ মঙ্গলবার সকালে সরজমিনে দেখা যায়, সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার ছোট- বড় হাওরে আমন ধান কাটা শুরু হয়েছে। ধান কাটা শ্রমিকদের সাথে জমির মালিকরাও আনন্দ-উল্লাসে ধান কাটছেন। এ সময় উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘিপুড়া গ্রাম নিবাসী কৃষক রাজন মিয়া বলেন, মাঠ ভরা সোনার ফসল ধানের মৌ মৌ সু-গন্ধে পেটের ক্ষুধা দুরে-বহুদুরে এবার এমন সুন্দর ফসল কাটতে পেরে আমরা অনেক আনন্দিত। ধানের ফলন খুবই ভাল হয়েছে। ৪/৫ দিনের মধ্যে সবকটি হাওরে পুরুধমে ধান কাটা যাবে।গত এক সপ্তাহ ধরে ধান কাটা শুরু হয়েছে। বর্তমানে ধান কাটা, মাড়াই করা,শুকানো ও গোলায় তোলা নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছেন কৃষক – কৃষাণীরা। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, এবার জগন্নাথপুর উপজেলায় মোট ৮ হাজার ১৬০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সরকারি লক্ষমাত্রা ছাড়িয়েছে। ইতিমধ্যে প্রায় ৩ হাজার ৫০০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। জমিতে অধিক ফসল দেখে কৃষক–কৃষাণীর মূখে হাসি ফুটে উঠেছে।
সর্বত্র আনন্দ উল্লাস বইছে তবে সারা বছর উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে ধান বিক্রি করতে বাদ্য কৃষক এবার আমন ধানের বাম্পার ফলনে খুশি হলেও ন্যায্য মূল্য নিয়ে শংকার মধ্যে রয়েছে।
কৃষকরা সরকারের কাছে ধানের সঠিক দাম নিশ্চিত করতে আকুতি জানিয়েছেন।