প্রতিনিধি ১৬ নভেম্বর ২০১৯ , ২:৪০:১৪ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিবেদকঃ
দীর্ঘ দিন পর জগন্নাথপুরের রৌয়াইল উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ৭ ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে । নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে আনন্দ-উল্লাস বিরাজ করছে।
সংশ্লিষ্ট সুত্র থেকে জানাযায়, জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির নির্বাচন এর তফসিল ঘোষণা করা হয়েছে। সুপারভাইজার ও নির্বাচন এর দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার অরুপ কুমার রায় কর্তৃক ঘোষিত নির্বাচন এর তফসিল অনুযায়ী ১৭ ই নভেম্বর মনোনয়ন দাখিল এর শেষ দিন, বাছাই ১৮ ই নভেম্বর ও প্রার্থীতা প্রত্যাহার ২১ শে নভেম্বর এবং ভোট গ্রহন ৭ ই ডিসেম্বর । এই নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে আনন্দ -উল্লাস বিরাজ করছে।
এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার এর দায়িত্বে থাকা অরুপ কুমার রায় বলেন, রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন এর লক্ষে আগামী ৭ ই ডিসেম্বর বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।