• সমাজ সেবা

    চেয়ারম্যান লোকমান হেকিমের উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে মেন্দিপুর ইউনিয়ন

      প্রতিনিধি ২০ নভেম্বর ২০১৯ , ৯:৫৩:১৪ অনলাইন সংস্করণ

    নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ আধুনিকতার ছোঁয়া- সৌন্দর্য বর্ধন ও উন্নয়নের মাধ্যমে বদলে যাচ্ছে শিক্ষা,সংস্কৃতির ঐতিহ্যবাহী নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন। মেন্দিপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে উন্নয়নের ছোঁয়ায় মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধির পেয়েছে।

    মানুষ বেঁচে থাকে তাঁর কর্মে, প্রতিষ্ঠান টিকে থাকে তার ধর্মে-সাক্ষাৎ করতে আসা এক ভক্ত-পন্ডিতকে উপলক্ষ করে কথাটি বলেছিলেন মহাকবি গেট্যে।
    সেই বাক্যের যথার্থ মানুষটি হলেন, বর্তমানে মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খালিয়াজুরী উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হেকিম। মেন্দিপুর ইউনিয়নের মানুষ তার উন্নয়নের কাজের জন্য যুগ-যুগ ধরে মনে রাখবে।
    তবে পেচুকেরা যেমন চায় না সূর্যোদয় তেমনি কিছু পরশ্রীকাতর লোকেরা উন্নয়ন ও বলিষ্ঠ নেতৃত্ব দেখতে চায়না, এসব কুচক্রী মহলের অনৈতিক সুবিধা অর্জনে ব্যার্থ হয়ে লোকমান হেকিমের বিরুদ্ধে কুৎসা রটনা করছে তা যেন উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের অবস্থান!
    মেন্দিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ জনগণের সাথে এ বিষয়ে কথা বললে তারা বলেন, বিগত ক’দিন থেকে ১ নং মেন্দিপুর ইউনিয়নের সুযোগ্য সুনামধন্য দুইবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান লোকমান হেকিমের বিরুদ্ধে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ ও বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বিভিন্ন ফেক আইডিতে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এগুলো সম্পুর্ন ষড়যন্ত্র মুলক।


    ইউনিয়নের সর্বস্তরের জনগণ এসব মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এসব ষড়যন্ত্র করে লোকমান চেয়ারম্যান কে জনগনের মন থেকে মোছা যাবে না, কারন মেন্দিপুর ইউনিয়নবাসী সব কিছুই অবগত আছে এই ষড়যন্ত্র কারা করছে বা এদের চরিত্র কেমন।
    মেন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হেকিম অত্যান্ত ভাল মানুষ বলে আখ্যায়িত করেন ইউনিয়নের জনগণ।
    খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জনগণ তাদের যেকোনো সমস্যা সমাধানের জন্য জনপ্রতিনিধি হিসেবে তাকে কাছে পাচ্ছে।
    আগামীতে ও তিনি মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে তিনি জনগণের রায় পাবে এটি বিশ্বাস করে সবাই।
    নির্বাচিত হওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত মেন্দিপুর ইউনিয়নে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। ৫০ বছর পিছিয়ে থাকা এলাকার
    কাজ গুলো ৭/৮ বছরে করে মেন্দিপুর ইউনিয়ন চেয়ারম্যান লোকমান হেকিম  চ্যালেঞ্জ করে দেখিয়ে দিয়েছে সদিচ্ছা থাকলে উন্নয়ন কিভাবে হয়।
    এই কাজ গুলো মেন্দিপুর ইউনিয়নের সাধারণ জনগণ বিশেষ করে, গরিব, অসহায় মানুষের মধ্য মণি হয়ে দাড়িয়েছে।
    তাইতো বর্তমান সময়ে মেন্দিপুর ইউনিয়নে তিনিই একমাত্র জনপ্রিয় ও হেভিওয়েট নেতা যার মেধা ও নেতৃত্বে আগামীদিনে খালিয়াজুরী, মেন্দিপুর ইউনিয়ন আরও এগিয়ে নিতে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসাবে তাকেই জনগণ চায়।
    বর্তমান সময়ে পত্র-পত্রিকায় পাতায় যেমন দেখা যায় তেমনি গ্রামীণ এলাকার গেলে দেখতে পাবেন লোকমান হেকিমের উন্নয়নের জোয়ারে বদলে যাচ্ছে মেন্দিপুর ইউনিয়ন।
    এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক বলেন, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারে একজন তিনি হলেন লোকমান হেকিম।
    খালিয়াজুরী উপজেলা মেন্দিপুর ইউনিয়নের বিশিষ্ট রাজনৈতিক আওয়ামিলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ও সাধারণ জনগণের সাথে যোগাযোগ করলে তারা বলেন, আগামী নির্বাচনে তাকে সাধারণ জনগণ নির্বাচন ভোট দিয়ে তাকে সাধরে গ্রহণ করবে। এই আশায় বুক বেধে আছে মেন্দিপুর ইউনিয়ন বাসী।
    দুর্নীতিবাজদের অপপ্রচারের শিকার লোকমান হেকিমঃ
    রফিকুল ইসলামের অপকর্মের সত্যতার প্রমাণ পেয়ে গত ২১/০৮/২০১৯ইং তারিখে  উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি অভিযোগ দাখিল করেন চেয়ারম্যান লোকমান হেকিম। নির্বাহী অফিসারের দায়িত্ব থাকা এসিল্যান্ড তদন্ত করেন।
    বর্তমানে তাহার দুর্নীতি আরো বেড়ে যাচ্ছে, সে অনুযায়ী চেয়ারম্যান সাহেবের সচিব মুসা মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে খালিয়াজুরী থানায় মামলা দায়ের করেন। পরদিন খালিয়াজুরীর থানা পুলিশ এসে নুপুর বোয়ালী বাজার হতে থাকে গ্রেফতার করে আদালতে পাঠান। তার দুর্নীতি মামলা দেওয়ার পর থ
    থেকে রফিকুল ইসলাম ও তার আত্মীয়স্বজনরা মিথ্যা সংবাদ ও অপপ্রচার চালিয়ে জনপ্রিয় ও দুইবারের নির্বাচিত চেয়ারম্যান লোকমান হেকিমের নামে গুজব ছড়িয়েছে।
    এদিকে মেন্দিপুর ইউনিয়ন পরিষদের ১/২/৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার শাহিনুর আক্তার বিষয়ে নানা অভিযোগ করেন ১/২/৩ নং ওয়ার্ডের সাধারণ জনগণ, বিভিন্ন অপকর্মের বিষয়ে লোকমান হেকিমের কাছে অভিযোগ থাকলে থাকে সতর্ক করে দেয়াতে সেও লোকমান চেয়ারম্যানের বিরুদ্ধে নানান মিথ্যা সংবাদ প্রকাশ করে। আমরা মেন্দিপুর ইউনিয়নে সর্বসাধারণ জনগণ এই মিথ্যা সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাই।
    সেই সাথে একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মান করায় তাদেরকে আইনের আওতাধীন আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
    খালিয়াজুরী উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেন্দিপুর ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান লোকমান হেকিমের দৈনিক ভাটি বাংলা ডটকম’কে বলেন- আমি কি করেছি এটা আমি বলতে চাইনা জনগণেই বলবে। আমার অফিসের উদ্যোক্তা রফিকুল ইসলাম, বিশ্বাস ঘাতকতা করে নিজেই চেয়ারম্যান হয়েছিল। জনগণের কাছ থেকে জানতে পারলাম, আমার নাম ভাঙিয়ে অনেক টাকা পয়সা জনগণের কাছ থেকে আত্মসাৎ করেছে। ১/২/৩/নং ওয়ার্ডের মহিলা মেম্বার শাহিনুর আক্তার, তার নামে আমার কাছে নানার দুর্নীতি অপকর্মের অভিযোগ আসে, এদের দুর্নীতিকে আশ্রয় না দেওয়াতে ওরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
    আমার বাবার অনেক পৈতৃক সহায় সম্পত্তি আছে, সরকারি টাকা মেরে খাওয়ার ইচ্ছে আমার নাই আর প্রমাণও কেউ দেখাতে পারবেনা। আমি সবসময় চেষ্টা করি আমার ইউনিয়নের জনগণ সুখে শান্তিপূর্ণ ভাবে বসবাস করুক।

    আরও খবর

    Sponsered content