প্রতিনিধি ১২ নভেম্বর ২০১৯ , ১১:২৬:৩৩ অনলাইন সংস্করণ
আবুল হাসনাত (সিলেট) কানাইঘাট থেকে:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগের জন্ম হয়েছে বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, বঙ্গবন্ধু নির্যাতিত নিপিড়িত মানুষের পাশে থেকে কাজ করে গেছেন, সেই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াচ্ছে। তিনি বলেন, জামায়াত-বিএনপি মনে করেছিল বঙ্গবন্ধু বেঁচে থাকলে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলতে পারবেনা। আজ দেশে উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা সবই দেওয়া হচ্ছে। সেই হিসাবে বাংলাদেশ আজ বিশ্বের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ হিসাবে রুপান্তরিত হয়েছে। সন্ত্রাস আর গাড়ী ভাংচুর করে অরাজকতা সৃষ্টির মাধ্যমে সরকারকে উৎখাত করে ফেলার নিল নকশা বাংলাদেশ আওয়ামী লীগের একটি নেতাকর্মীও বেঁচে থাকতে বাস্তবায়ন হবেনা। তিনি বলেন, আওয়ামী লীগ দূর্নীতিবাজদের কোন প্রকার আশ্রয় দেয়না, তাই আওয়ামী লীগে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, এ অভিযান অব্যাহত থাকবে। তিনি সোমবার বিকাল ৫টায় কানাইঘাট পূর্ব বাজারস্থ মাঠে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ১ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছার আজিজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ইসতিয়াক আহমদ চৌধুরী সহ জেলা ও মহানগরের অন্যান্যে নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিবলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক গিয়াস উদ্দিন প্রমুখ।
সম্মেলনের ১ম অধিবেশনে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ উপজেলার ৯টি ইউপি আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭টায় সম্মেলনের ২য় অধিবেশন কানাইঘাট পৌর শহরস্থ ইউনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে প্রত্যেক্ষ ভোটে সভাপতি পদে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।