• ফিচার

    কিশোর কবি পারভেজের প্রথম একক শিশুতোষ ছড়ার বই প্রকাশ হচ্ছে একুশে বই মেলায়

      প্রতিনিধি ৭ নভেম্বর ২০২০ , ১:৫৯:৩৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ নাঈম তালুকদার।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরকাভাইস ও গ্রান্থাগার অধিদপ্তরের তালিকাভুক্ত কিশোর কবি মোঃ পারভেজ হুসেন তালুকদারের প্রথম একক কাব‍্য গ্রন্থ” ছড়ার লাটিম “প্রকাশ হচ্ছে সিলেটের পাপড়ি প্রকাশ থেকে চলতি মাসেই। বইটি মূলত আগামী ২১শে বইমেলা ২০২১ কে সামনে রেখে প্রকাশ হচ্ছে বলে জানিয়েছেন তরুণ এ কবি।

    কবি ২০০৫ সালের ২৩শে আগষ্ট সুনামগঞ্জের দিরাই উপজেলার জটিচর নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শিশুদের জন্য শিশুতোষ ছড়া লিখেন তবে কিছু পাঠকের অনুরোধে তিনি কাল্পনিক অনুগল্প ও লিখতে শুরু করেছেন ইতিমধ্যেই। কবির সাহিত্যকর্ম প্রকাশ হচ্ছে দেশ বিদেশের অনেক জনপ্রিয় পত্রিকায়। বর্তমানে কবির বয়স ১৫ লেখাপড়া করেন স্থানীয় গচিয়া এস এস উচ্চ বিদ‍্যালয়ে নবম শ্রেণিতে।
    কবির এ বয়সে এতো সাফল্য সবাই মুগ্ধ।
    প্রকাশিত যৌথ কাব‍্য – প্রতিবাদ করবোই
    এবং আসছে কবির ভাষায় বঙ্গবন্ধু।
    অনলাইনে প্রকাশিত কাব‍্য – মুচকি হাসি ছন্দ রাশি।

    আরও খবর

    Sponsered content